সানি লিওন শুধু বলিউড জুড়েই আলোচনায় নেই, তিনি বিশ্বব্যাপী ব্যাপক আলোচিত একজন তারকা। একইভাবে বাংলাদেশেও তার পরিচিতি ব্যাপক। তাই তাকে ঢাকায় আনা হচ্ছে। সেপ্টেম্বরেই ঢাকায় আসছেন সানি লিওন। তিনি উষ্ণতা ছড়াবেন মঞ্চে, নাচে। বসুন্ধরা কনভেনশন সিটিতে হবে এ কনসার্ট। সানির নাচের অনুষ্ঠান করার প্রায় সব আয়োজনই সেরে ফেলেছেন আয়োজকরা। একই মঞ্চে গাইবেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। তবে সানির সঙ্গে নয়, আগে আগে। আতিফ আসলামের গান শেষ হওয়ার পরই মঞ্চে উঠবেন সানি লিওন। জানা গেছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই এ কনসার্টটি হবে। মূল তারিখটি এখনো জানা যায়নি। অল্প দিনের মধ্যেই আয়োজকরা অফিসিয়ালি ঘোষণা করবেন। তারিখ ঘোষণা না হলে কী হবে, টিকিটের দাম কিন্তু বলে দেওয়া হয়েছে বেশ আগেভাগেই। ওই কনসার্টে টিকিট সংখ্যা চার হাজার, চার ক্যাটাগরির। সর্বনিম্ন মূল্যই পড়বে ১৫ হাজার টাকা!