টাইমস সেলেবেক্স র্যাংকিংয়ে সবাইকে পেছনে ফেললেন শ্রদ্ধা কাপুর। জুন মাসের ফলাফলে তিনিই হয়েছেন বলিউডের সেরা অভিনেত্রী। এক নম্বর স্থানটি এখন তার দখলে। মে মাসে তিনি ছিলেন আটে। আর ২৩ থেকে তার স্কোর বেড়ে হয়েছে ৪৬। এদিকে বলিউডের সেরা অভিনেতার জায়গাটি ধরে রেখেছেন সালমান খান। 'বজরঙ্গি ভাইজান'র প্রচারণা, আগামী ছবি 'প্রেম রতন ধন পায়ো', তার প্রযোজিত 'হিরো' এবং তিনটি বিজ্ঞাপনী চুক্তি মাসজুড়ে আলোচনায় রেখেছে তাকে। যদিও মে মাসে তার ৫৩ স্কোর কমে দাঁড়িয়েছে ৪২।
অভিনেতাদের মধ্যে শ্রদ্ধার 'এবিসিডি টু' ছবির সহশিল্পী বরুণ ধাওয়ান দশ নম্বর থেকে এক লাফে উঠে গেছেন দুই নম্বরে। 'দিলওয়ালে', 'শুদ্ধি', 'ঢিশুম' আর পাঁচটি বিজ্ঞাপনী চুক্তির আলোচনায়ও ছিলেন তিনি। এরপরই আছেন শাহরুখ খান, আমির খানরা।
অন্যদিকে শীর্ষ দশ অভিনেত্রীর তালিকায় শ্রদ্ধার পরে আছেন যথাক্রমে প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মা, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রনৌত, আলিয়া ভাট এবং ইয়ামি গৌতম।