বলিউড অভিনেত্রী অসিন শিগগিরই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন। এজন্য প্রস্তুতি প্রায় শেষ। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। এটা যেমন অসিন ভক্তদের জন্য সুখবর, তেমনি একইসঙ্গে দু:সংবাদও। কারণ বিয়ে করেই সংসারে ব্যস্ত হবেন অসিন। বলিউডে আর ফিরবেন না এই অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটায় জানিয়েছেন। ফলে চলতি বছরেই তার অভিনীত ছবি ‘অল ইজ ওয়েল’ মুক্তি পাচ্ছে। যা হবে অসিনের ক্যারিয়ারে শেষ ছবি।
অসিন বিয়ে করছেন মাইক্রোম্যাক্স মোবাইলের প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে। ২০১২ সালে ‘খিলাড়ি ৭৮৬’ ছবির শুটিং সেটে তার সঙ্গে পরিচয় হয় অসিনের। এরপর থেকে দু'জনে প্রেম করে আসছেন। তবে এ সম্পর্ককে বেশি দিন আর দীর্ঘায়িত করছেন না অসিন। প্রণয়কে রূপ দিচ্ছেন বিয়েতে।
২০০৮ সালে ‘গজনি’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচিত হন তিনি। এরপর থেকে বলিউডের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছেন অসিন।
বিডি-প্রতিদিন/১৬ আগস্ট, ২০১৫/মাহবুব