হলিউড অভিনেত্রী সালমা হায়েকের বয়স ৫০ ছুঁইছুঁই। তারপরও যথেষ্ট সুন্দরী তিনি। এখনও রূপের জাদুতে যে কোনো পুরুষের মাথা ঘুরিয়ে দিতে পারেন। তবে এই রহস্যের পিছনে যেমন দৈনন্দিনের রূপ রুটিন রয়েছে, তেমনই রয়েছে বিশেষ কিছু খাদ্যাভ্যাস। কড়া করে ভাজা ব্যাঙ অথবা সিল্ক ওয়ার্মের মতো লার্ভা জাতীয় খাবার খেতে ভালবাসেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাত্কারে প্রকাশ্যে এ সব পোকামাকড় খেয়েও দেখিয়েছেন তিনি।
ফরাসি ব্যবসায়ী ফ্রাঙ্কোসিস হেনরি পিনাল্টকে বিয়ে করার পর সালমা এখন পাকাপাকি ভাবে ফ্রান্সের বাসিন্দা। তার কথায়, ‘‘আমি তো ফ্রান্সে থাকি। সেখানে ব্যাঙ বা সিল্ক ওয়ার্ম প্রায়ই খাই। এগুলো খুব জনপ্রিয় ফরাসি খাবার। আমার তো ভালই লাগে।’’
ওই অনুষ্ঠানে জালাপিনো পেপারস নামে এক ধরনের লঙ্কা এবং স্প্রে চিজও ক্যামেরার সামনে খেয়েছেন অভিনেত্রী।
এর আগে ‘উইল সালমা ইট ইট’ নামক শীর্ষক অনুষ্ঠানে জ্যান্ত পোকা খাওয়ার মতো অ্যাডভেঞ্চারেরও নজির রয়েছে সালমার। তবে তার রূপ রহস্যের পিছনে এই সব আজব খাবারের কতটা ভূমিকা রয়েছে তা খোলসা করেননি তিনি।
বিডি-প্রতিদিন/১৬ আগস্ট, ২০১৫/মাহবুব