বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে একটি সিনেমা দৃশ্যে ঐশ্বরিয়া রাইয়ের আনসেন্সরড দৃশ্যে অভিনয় ফের আলোচনায় এসেছে। বিভিন্ন সূত্রে প্রকাশিত খবরে বলা হচ্ছে, অভিষেক বচ্চন সিনেমাটির থেকে এই দৃশ্য বাদ দেওয়ার জন্য এর পরিচালক এবং স্ত্রী ঐশ্বরিয়াকে ইতিমধ্যে আলটিমেটামও দিয়েছেন।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন গসিপের খবর, মেয়ে হওয়ার পর ক্যারিয়ারে কিছুটা ধস নামার আশঙ্কায় শঙ্কিত হয়ে দর্শকদের মধ্যে একটু বেশিই আবেদনময়ী দৃশ্যতে অভিনয়ে আগ্রহী সাবেক এই বিশ্ব সুন্দরী। সমালোচকদের মতে সিনে পাড়ায় ফের প্রতিষ্ঠা পেতে একের পর এক বেশ কিছু খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এটি তারই একটি। এ নিয়ে শুধু স্ত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে নয়, বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে অভিষেকের মনোমালিন্য পর্যন্ত হয়েছে।
তবে এমন আলোচিত ঘটনা নিয়ে সোজাসাপ্টা জবাব ঐশ্বরিয়ার। তিনি বলেন, 'এটা তার কাজেরই একটি অংশ। বর্তমান সময়ে সেনসেশন সৃষ্টি করাও নাকি একটা আর্ট।'
বিডি-প্রতিদিন/১৬ আগস্ট ২০১৫/শরীফ