গত শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে এসএ হক অলিকের 'আরো ভালোবাসব তোমায়' ছবিটি। এর মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় দেখা গেল শাকিব-পরীর রসায়ন। মূলত এ ছবিকে ঘিরেই পরীমণির আশা দীর্ঘায়িত হচ্ছিল। কারণ তার ফিল্মপাড়ার যাত্রা বেগবান করতে এ ছবি ভূমিকা রাখবে বলে মনে করছিলেন চলচ্চিত্র বোদ্ধারা। অবশেষে সেই প্রত্যাশাই সফল হতে যাচ্ছে। গত তিন দিনে বিভিন্ন হলে যে চিত্র ফুটে উঠেছে তাতে পরিষ্কার হয়েছে, শাকিব-পরীর এ জুটিকে দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছে। আর তাই বলা যায়, পরী উড়ছেন। শাকিবের বিপরীতে অভিনয় করে এমন সাফল্য হাওয়ায় ভাসার মতোই। আর তিনি তো নামেই পরী।
মুক্তির আগে থেকেই ছবিটির প্রচারে যথেষ্ট ভূমিকা রেখেছেন এর প্রযোজক, পরিচালক ও শিল্পীরা। প্রতিটি দর্শকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন তারা। আর তার ফলও পেয়েছেন নগদ নগদ।
বর্তমানে পরীমণির আরও চারটি ছবি ছাড়পত্র পেয়ে মুক্তির প্রহর গুনছে। এর মধ্যে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে ওমর ফারুকের পরিচালনায় 'লাভার নাম্বার ওয়ান'। আর নজরুল ইসলাম খানের 'রানা প্লাজা' ছবিটি মুক্তি পাবে ৪ সেপ্টেম্বর। অন্যদিকে রাকিবুল ইসলাম রাকিবের 'নগর মাস্তান' ছবিটি অনেক বাধা-বিপত্তি পেরিয়ে ছাড়পত্র পায়। সম্প্রতি সেন্সর বোর্ড পাড়ি দিয়েছে রওশন আরা নিপার 'মহুয়া সুন্দরী'। কোনো রকম কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পায় সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটি। অন্যদিকে, সেন্সর বোর্ডে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে পরীমণি ও সাইমন অভিনীত 'পুড়ে যায় মন' ছবিটি। আর শুটিং চলছে 'নদীর বুকে চাঁদ' ছবিটির। একদিকে চুক্তিবদ্ধ হচ্ছেন অন্যদিকে শুটিং চালিয়ে যাচ্ছেন। হোক সেটা ছবি কিংবা বিজ্ঞাপন। বিজ্ঞাপনের কথা আসতেই বলতে হয় স্যান্ডালিনা সোপের কথা। যদিও বছর দুই আগে একটি মিষ্টির বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপন জগতে আবির্ভাব, তারপরও এ স্যান্ডালিনা দিয়ে তার ক্যারিয়ার ত্বরান্বিত হয়েছে।
সবমিলিয়ে পরীর বৃহস্পতি এখন তুঙ্গে। সুসময়ে আছেন তিনি। এখন শুধু ধরে রাখার পালা।