ক্যাটরিনাকে কখনো অ্যাকশনে দেখা যায়নি। তবে অতটা ধুমধাড়াক্কা না হলেও 'ধুম-থ্রি'তে কিছুটা ধুমধাম অ্যাকশনে দেখা গেছে ক্যাটরিনাকে। কিন্তু সেটাকে পুরোপুরি অ্যাকশন রূপ বলা যাবে না। তবে এবার পুরোপুরি অ্যাকশন-প্যাকড রূপে আবির্ভূত হতে যাচ্ছেন তিনি। কবির খানের ছবি 'ফ্যান্টমে' ক্যাটরিনাকে দেখা যাবে অ্যাকশনে ভরপুর এক পার্সি কন্যার ভূমিকায়। পার্সি হচ্ছে, ভারতের গুজরাট ও সিন্ধু অঞ্চলে বসবাসরত ইরানি সম্প্রদায়। কাটরিনাকে এই ছবিতে সেই সম্প্রদায়ের একজন বিপ্লবী কন্যা হিসেবে দেখা যাবে।
এর আগে নর্তকী হয়েছেন, হয়েছেনে এজেন্টও। এবার হবেন ত্রাণ কর্মী। মূলত বাস্তব ঘটনার ওপর ভিত্তি করেই লেখা হয়েছে চিত্রনাট্য। কবির খান এক সময় প্রামাণ্যচিত্র বানাতেন। ওই সময় কিছু ত্রাণকর্মীর সঙ্গে তার পরিচয় হয়, জেনে নেন কিছু সত্যিকারের গল্পও। 'ফ্যান্টমে'র কাহিনীতে খানিকটা রং মাখানো হলেও গল্পের প্রতি সৎ ছিলেন কবির। একটি ত্রাণ সংস্থার তরফ থেকে মুম্বাইয়ে আসেন ক্যাটরিনা। উদ্দেশ্য হলো ২৬/১১ হামলার প্রতিশোধ। হুসাইন জাইদির লেখা 'মুম্বাই এভেঞ্জার্স' বইয়ের ছায়া অবলম্বনে লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। এ মাসেরই ২৮ তারিখ মুক্তি পাবে ছবিটি। আর তাই ব্যাপক উচ্ছ্বসিত ক্যাটরিনা ভক্তরা। কারণ তারা তাদের নায়িকাকে পেতে যাচ্ছেন নতুন রূপে।