গত ১৪ নশ্বের আমির খানের বহুল আলোচিত বায়োপিক'র শুটিং চলছিল পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায়। গত প্রায় দেড় মাস ধরেই সেখানে মুভিটির শুটিং চলছে। যথারীতি ওইদিনও শুটিংয়ে অংশ নেন আমির। মুভিটির কোনো একটা দীর্ঘ অ্যাকশন দৃশ্যের বারবার ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছিল তাকে ও পারফর্ম করতে হচ্ছিল। এরই এক ফাঁকে শুটিং সেটেই ধপাস করে আমির। শুটিং সেটের সবার মধ্যে দৌড়াদৌড়ি ও হুড়োহুড়ি পড়ে যায়। আইসপ্যাক নেয়া সত্ত্বেও ঘটনার আধা ঘণ্টা পরও ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি। এমনকি দাঁড়াতেই পারছিলেন না। বেশ কিছুক্ষণ পরে অবশ্য সুস্থ হয়ে পুনরায় শুটিং শুরু করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/শরীফ