"জীবন কতো সুন্দর তা এখন অনুধাবন করছি। উপভোগ করছি সেরা স্বাদ। অর্থাৎ মাতৃত্ব। বলতে পারেন জীবনের শ্রেষ্ঠ সময় পার করছি"- বাংলাদেশ প্রতিদিনকে নিজের বর্তমান নিয়ে এমনটাই জানালেন একসময়ের পর্দা কাঁপানো মডেল ও অভিনেত্রী সারিকা।
প্রায় দুই বছর মিডিয়ার বাইরে এ তারকা। ২০১৩ সালে অনেকটা অপ্রত্যাশিতভাবে ঘোষণা দেন মিডিয়া থেকে বিদায় নেয়ার। এরপর ২০১৪ সালের ১২ আগস্ট ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর চলতি বছরের মে মাসে এক কন্যা সন্তানের মা হন সারিকা। এ কারণে অনেকটাই দূরত্ব বেড়ে গেছে মিডিয়া ও ভক্তদের সঙ্গে।
কেমন আছেন জানতে চাইলে সারিকা বলেন, "খুব ... খুউউব ভালো আছি। স্বামী ও মেয়ের সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছি। সময় দিচ্ছি পরিবারে। ব্যস্ততা তাদেরকে ঘিরেই। বলতে পারেন সাংসারিক মায়াজালে নিজেকে জড়িয়ে ফেলেছি। এখন বুঝতে পারছি মাতৃত্বের স্বাদ কতো মধুর হয়। মেয়ে শাহরিশকে দেখলে জীবনে নতুনমাত্রা যোগ হয়। তার হামাগুড়ি দেয়া থেকে শুরু করে যে কোনো চপলতা উপভোগ করি।"
মিডিয়ায় সহকর্মীদের সঙ্গে যোগাযোগ অাছে কিনা জানতে চাইলে সারিকা বলেন, "খুব একটা হয় না। মূলত ফেসবুকেই টুকটাক যোগাযোগ হয়।"
মিডিয়ায় প্রত্যাবর্তন প্রসঙ্গে সারিকা বলেন, " ইচ্ছা তো করে। তবে ফেরার কোনো পরিকল্পনা নেই। কারণ এই মুহূর্তে মেয়েকে ঘিরেই আমার ভবিষ্যৎ। সবে তো ৭ মাস হলো তার। আগে একটু বড়সড় হোক তারপর দেখা যাবে। যদি প্রত্যাবর্তন করি সবাইকে জানিয়েই করবো।
২০০৬ সালে মডেলিং শুরু করেন সারিকা আর অভিনয় ২০১০ সাল থেকে। ২০১৩ সালের পর ক্যামেরার সামনে আর দাঁড়াননি তিনি। এ বিষয়টিকে এখনো মিস করেন সারিকা। তাই তো তিনি বললেন, " ফেম বা খ্যাতির জন্য বলছি না। বলছি ক্যামেরার সামনে দাঁড়ানোর বিষয়ে। এটি এখনো মিস করি। মিস করি ক্যামেরার সামনে 'অ্যাকশন' শব্দটি।"
ক্যারিয়ারে কোনো অপ্রাপ্তি বা আক্ষেপ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে সারিকা বলেন, "মডেলিং ও ছোট পর্দায় কাজ করেছি। সিনেমায় প্রচুর অফার সত্ত্বেও করা হয়ে ওঠেনি। সিনেমার জন্য একটু আক্ষেপ রয়ে গেছে আর কি।"
বিজ্ঞাপনে কাজ করতে বেশি সাচ্ছ্বন্দ্য লাগতো বলে সারিকা জানান। তিনি বলেন, 'নাটকের দর্শক প্রতিক্রিয়া একটু দেরিতে পাওয়া যায়। কিন্তু বিজ্ঞাপনেরটা খুব দ্রুত। তাই এ মাধ্যমে বেশি উপভোগ করেছি।"
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর, ২০১৫/ রশিদা