স্বামীর সঙ্গে বিচ্ছেদপূর্ব ব্রেকআপ পার্টির আয়োজন করতে যাচ্ছে মডেল ও অভিনেত্রী মিমো। তবে বাস্তবে নয়, এটা দেখা যাবে পরিচালক আরিফুজ্জামান আরিফের টেলিফিল্ম 'ব্রেকআপ পার্টি'-তে। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক আমিন খান।
বাংলাদেশ প্রতিদিনকে মিমো বলেন, "নতুন বছরের প্রথম কাজ এটি। তাই একটু তো উৎসাহিত হবোই। আগামী শনি ও রবিবার প্রিয়াঙ্কা শ্যুটিং স্পটে ক্যামেরাবন্দি হবে এটি। এছাড়া কো-আর্টিস্ট হিসেবে আমিন খানের মতো অভিনেতার সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের।
মিমো টিভি রিয়েলিটি শো 'সুপার হিরো সুপার হিরোইন'-এর মাধ্যমে রূপালি জগতে পা রাখেন। এরপর বেশ কয়েকটি নাটক ও বড়পর্দায় কাজ করেছেন। বর্তমানে ধারাবাহিক 'নন্দিনী'সহ আরও কয়েকটি কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা