১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘গুলাম’ ছবির জনপ্রিয় ‘আতি ক্যায়া খাণ্ডালা’ গানটি গেয়েছিলেন আমির খান নিজেই। ছবিতে অভিনয়ও করেছিলেন তিনি। এরপর অভিনয়টা চালিয়ে গেলেও গায়ক আমিরকে পাওয়া যায়নি। দীর্ঘ ১৮ বছর পর আবারও ছবির জন্য গাইলেন তিনি। তার পরবর্তী ছবি ‘দঙ্গল’-এর ‘ধক্কড়’ গানটির জন্য ফের কণ্ঠ দিয়েছেন তিনি।
এরইমধ্যে ‘ধক্কড়’ গানটির রেকর্ড করা হয়েছে। হয়ে গেছে শ্যুটিংও। নারী ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে করা গানটি সমগ্র ভারতের নারীদের জন্য উৎসর্গ করা হয়েছে।
‘ধক্কড়’ গানটির ভিডিওটি আগামী ১৮ ডিসেম্বর একটি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রকাশ করা হবে। ভিডিওতে ৫১ বছরের আমিরকে র্যাপ গায়কের পোশাকে দেখা যাবে।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা