ভারতীয় সিনেমার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে সম্মতি হয়েছে পাকিস্তান। এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে কাশ্মীর নিয়ে দু'দেশের সম্পর্কের অবনতি হলে ভারতীয় সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশটি। খবর বিবিসির।
সেপ্টেম্বরে কাশ্মীরে জঙ্গি হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হওয়ার পর দু'দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এরই জের ধরে পাকিস্তানি অভিনেতাদের ভারত ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়। এরপরই ভারতীয় সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশটি।
পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র জনপ্রিয়। স্ব-আরোপিত নিষেধাজ্ঞা জারির পর বড় অংকের রাজস্ব ক্ষতির মুখে পড়ে দেশটি।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব