কথা ছিল আজ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা হলে উত্তাপ ছড়াবেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। দৈনিক, পাক্ষিক এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি'র অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল এই লাস্যময়ীর। কিন্তু তা আর হয়ে উঠছে না। দেখা মিলবে না এই 'ডানাকাটা পরী'র। শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছেন বলে জানালেন পরীমণি।
বাংলাদেশ প্রতিদিনকে পরী বলেন, "গতকাল সন্ধ্যা পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কোরিওগ্রাফার সোহাগ ভাইয়ের সঙ্গেও পারফর্ম নিয়ে কথাবার্তা সেরে ফেলেছিলাম। কিন্তু বিধি বাম! সারারাত জ্বরে ভুগেছি। সকাল থেকে শরীরটা আরও বেশি দুর্বল হয়ে পড়েছে। ইচ্ছা থাকা সত্ত্বেও এখন আর পারফর্ম করতে পারবো না। নিজের কাছেই বিষয়টা খুব খারাপ লাগছে। বলতে পারেন বিড়ম্বনার মধ্যে পড়ে গেলাম। "
গ্লোব সফট ড্রিংঙ্কস লিমিটেডের যৌথ উদ্যোগে প্রবর্তিত ইউরো-সিজেএফবি'র এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। বিশেষ অতিথি থাকবেন সিজেএফবির প্রধান পৃষ্ঠোপোষক গ্লোব সফট ড্রিংঙ্কস লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ