মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কারিনা কাপূর খান। সাইফ-কারিনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তারা ছেলের নাম রেখেছন তৈমুর আলি খান পটৌডী।
এদিকে এ খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার রাত থেকেই একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন কারিনা। আর তার কোলের কাছে শুয়ে একটি শিশু। পরম মমতায় শিশুর মাথায় চুমু খাচ্ছেন কারিনা। ওয়েব দুনিয়ায় ভাইরাল এই ছবিটি কারিনা-সাইফের ছেলে তৈমুরের প্রথম ছবি বলে দাবি করা হয়। কিন্তু এর সত্যতা মেলেনি।
আজ বুধবার সকালে খান দম্পতির মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কারিনার ভাইরাল হওয়া ছবিটি আসলে ভুয়া। তৈমুরের কোন ছবি এখনও মিডিয়াতে দেওয়া হয়নি। তবে তারকাদের জীবনে এমন ঘটনা নতুন নয়। বছর পাঁচেক আগে আরাধ্যা বচ্চনের জন্মের পরও ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি ভুয়া ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তখন হাল ধরেছিলেন খোদ অমিতাভ বচ্চন। ভাইরাল হওয়া সেই ছবিটি ভুয়া ছিল বলে মিডিয়াকে জানিয়েছিলেন বিগ বি।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৬/হিমেল