"সত্যিকথা বলতে কি ঘরের বাইরে খুব একটা বের হই না অামি। ছোটবেলা থেকে বরাবরই ঘরকুনো। তাইতো অনেকে জিজ্ঞেস করেন, মাঝে মাঝে আপনি কোথায় হাওয়া হয়ে যান"। বেশ কিছুদিন কোনো সাড়াশব্দ শোনা যাচ্ছে না কেন এমনটা জানতে চাইলে অভিনেত্রী বুবলী একথা বলেন। মূলত গত ঈদুল আজহায় শাকিব খানের বিপরীতে দুইটি ছবি মুক্তি পাওয়ার পর আলোচনায় চলে আসেন সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়া এই লাস্যময়ী। এরপর খুব একটা সাড়াশব্দ বা তার নাম উচ্চারিত হচ্ছে না মিডিয়াপাড়ায়। মূলত এই সময়টাতে নিজেকে নতুনভাবে ঘষেমেজে তৈরি করছেন বলে জানালেন বুবলী।
সম্প্রতি শাহাদাত হোসেন লিটনের 'অহংকার' শিরোনামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হন ঢালিউডের এই উদীয়মান তারকা। এ ছবিতেও তার বিপরীতে রয়েছেন শাকিব খান। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নিজের ডুব মারা নিয়ে জানতে চাইলে বুবলী বলেন, "ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়টা সবেমাত্র পাড়ি দিলাম। তাই নিজেকে তৈরি করছি পরবর্তী ধাপের জন্য। বর্তমান ব্যস্ততা শুধু 'অহংকার' ছবির চরিত্রকে ঘিরে। এমনকি ফেসবুকের একাউন্টটিও ডিঅ্যাক্টিভ করে রেখেছি। মাঝে অনেক ফেক আইডি তৈরি হচ্ছিল আমাকে ঘিরে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিই আপাতত ফেসবুকে থাকবো না। এ কারণে যোগাযোগের মাধ্যমটাও অনেকাংশেই কমে গেছে। সবাইকে এতোটুকু আশ্বস্ত করতে পারি পরবর্তী ছবিতে আমাকে ভিন্নভাবে খুঁজে পাবেন। কারণ 'অহংকার' ছবির চরিত্রটি সম্পূর্ণ ব্যতিক্রম।"
একসাথে দুইটি ছবি মুক্তির পর কেমন যেন গ্যাপ হয়ে গেল না? এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, "আসলে সংখ্যা নয়, কোয়ালিটি বা গুণগত মানে আমি বিশ্বাসী।" মুখের কথা কেড়ে নিয়ে ফের জিজ্ঞেস করা হলো- বেশিরভাগ সিনে অভিনেত্রীদের মুখেই এসব কথা শোনা যায়... বাক্যটি শেষ হওয়ার আগে এবার বুবলী বললেন, "দেখুন প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী চায় তাদের সেরাটা ঢেলে দিতে। অনেক সময় ব্যক্তিগত দক্ষতা প্রকাশ পেলেও দলগতভাবে পুরোপুরি প্রকাশ পায় না। পরিষ্কার করে বলতে গেলে, চলচ্চিত্র একটি টিমওয়ার্ক। টিমওয়ার্ক ভালো হলে ফলাফল ভালো আসবে। অথচ কোনো ছবি খারাপ হলে শুধু পরিচালক এবং নায়ক-নায়িকার দিকে আঙ্গুল তোলা হয়, যা মোটেও ঠিক নয়। আমার দিক থেকে আমি কোয়ালিটিটাই ধরে রাখার চেষ্টা করি।"
উল্লেখ্য, গত ঈদুল আজহায় শাকিব খানের বিপরীতে 'বসগিরি' ও 'শ্যুটার' ছবি দিয়ে রূপালি পর্দায় আবির্ভাব ঘটে বুবলীর। এরইমাঝে কামাল কায়সার পরিচালিত 'মা' ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২২ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ