বলিউড ছবির ধর্ষণের দৃশ্যের ভয়াবহতা অনেক সময় দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছে। কোন দৃশ্যে অভিনয় করতে গিয়ে দীর্ঘদিন ট্রমার মধ্যে কাটিয়েছেন এমন অনেক অভিনেতাই আছেন বলিউডে। সম্প্রতি একটি সাক্ষাত্কারে আলিয়া জানান, গণধর্ষণের দৃশ্যে অভিনয় করে স্বাভাবিক হতে পারছিলাম না আমি। ওই দৃশ্যে অভিনয় করা মোটেই সহজ ছিল না। কিন্তু চিত্রনাট্য এবং চরিত্রের প্রয়োজনে সে দৃশ্যে রাজি হয়েছিলাম। আলিয়া বলেন, আমি স্পটে গেলাম। শুটিং শুরু হল। আমি কাজ করলাম। পরিচালক কাট বললেন, সব ঠিকঠাক ভাবেই মিটে গেল! আমি আমার ঘরে ফিরে এলাম। তবে আমার ভেতরে একটা অস্বস্তি হচ্ছিল। আমি জানতাম যে ওটা শুটিং, তাই চুপ করে ছিলাম! কিন্তু তাও আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না।
আলিয়া আরো জানান, এরপর আমাকে বেশ কয়েক দিন অদ্ভুত একটা অস্বস্তির মধ্যে কাটাতে হয়েছে। শুটিংয়ে ওই দৃশ্যটার কথা মনে পড়লেই আতঙ্কিত হয়ে পড়তাম। এ সবের মধ্যেই কাজ করে যেতাম। সকলের সঙ্গে কথাও বলতে হত স্বাভাবিক ভাবে। আলিয়ার মতে, আমি আমার কাজকে খুব ভালবাসি। এটা ঠিক যে, ওই সময় আমার অদ্ভুত মানসিক পরিস্থিতি ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার