২০১৬ সালে মুক্তি পাওয়া সেরা ১০ ভারতীয় সিনেমার তালিকায় প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় সিনেমা ওয়েবসাইট আইএমডিবি। তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে 'পিংক' (অমিতাভ বচ্চন) ও 'এয়ারলিফট' (অক্ষয় কুমার)।
সেরা পাঁচে আরও আছে 'উড়তা পাঞ্জাব' (শহীদ কাপুর-আলিয়া ভাট), 'ডিয়ার জিন্দেগী' (আলিয়া ভাট-শাহরুখ খান) ও 'কাপুর অ্যান্ড সন্স' (আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, ফাওয়াদ খান, ঋষি কাপুর)।
এর পরেই আছে 'নিরজা' (সোনম কাপুর), 'এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি' (সুশান্ত সিং রাজপুত), 'টুয়েন্টি ফোর' (সুরিয়া, সামান্থা রুথ প্রভু, নিত্যিয়া মেনন, 'সালা খাড়ুস' (আর মাধবন), 'মাদারী' (ইরফান খান)।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা