এ যেন তারার মেলা। এক কথায় রুপালি জগতের বিভিন্ন তারকাদের হাট। ছোট পর্দা, বড় পর্দা কিংবা র্যাম্প দুনিয়া- সব সেক্টরের তারকারাই কম-বেশি 'ঢু' মেরে গেলেন। জানিয়ে গেলেন ফুলেল শুভেচ্ছা। আর যাকে ঘিরে এই আয়োজন, তিনি আর কেউ নন-হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। আজ মঙ্গলবার এই লাস্যময়ীর জন্মদিন। এই উপলক্ষে রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্ট আয়োজন করা হয় জন্মোৎসবের। যেখানে আমন্ত্রিত ছিলেন পরীমণির বন্ধু-বান্ধব, সহকর্মী, মিডিয়ার পরিচিতজন এবং শুভাকাঙ্ক্ষিরা। কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন পরীমণি।
এদিকে, দিনের শুরুতে আরও একটি আয়োজন ছিল পরীর। মূলত, রাজধানীর কিছু সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। তাদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন জন্মদিনের এই আনন্দ।বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, সবার এই ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ। দোয়া করবেন ভবিষ্যতের পথ যেন আরও মসৃণ ও সুন্দর হয়।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৭/মাহবুব