বলিউডের পর 'পদ্মাবতী' বিতর্কে এবার রুখে দাঁড়াল টালিগঞ্জ। মঙ্গলবার ১৫ মিনিটের প্রতীকী হরতাল করল টালিগঞ্জের কুশীলবরা। এদিন দুপুর ১২ টা থেকে ১২.১৫ মিনিট পর্যন্ত রাজ্যের সিনেমা শিল্পে প্রতীকী হরতাল চলে। ওই সময়ে সমস্ত সিনেমা প্রদর্শন এবং সিনেমা, টিভি সিরিয়ালের শ্যুটিং বন্ধ রাখা হয়।
টালিগঞ্জ স্টুডিও পাড়ায় এনটি ওয়ান স্টুডিও ও টেকনিশিয়ান স্টুডিওতে দুপুর ১২ টা বাজার সঙ্গে সঙ্গেই ফ্লোরের ভিতরে সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়। সেই সাথে শ্যুটিং’এ অংশ নেওয়া কলাকুশীলরা এবং ক্যামেরার পিছনে থাকা সমস্ত কর্মীরা ফ্লোরের বাইরে এসে বুকে কালো ব্যাজ পরে প্রতীকী হরতালে সামিল হন।
আগামী ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ‘পদ্মাবতী’র। কিন্তু তার আগেই এই ছবিকে ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়ে। ‘পদ্মাবতী’ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে ‘পদ্মাবতী’ প্রদর্শন বন্ধ করে দেওয়ার জন্য যে হুমকি প্রদর্শন করা হয়েছিল-সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এই রাজ্যে ‘পদ্মাবতী’র প্রদর্শন চালানোর অনুমতি দেন। এরপরই হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল অমু মমতা ব্যানার্জির নাক কাটার হুমকি দেন।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৭/ফারজানা