স্যারোগেট মা হতে চলেছেন অভিনেত্রী আনুশকা শর্মা। তবে রিয়েল লাইফে নয় রিল লাইফে। আনুশকার পরবর্তি ছবির চরিত্র এটি। ছবির নাম যদিও এখনও জানানো হয়নি।
জানা গেছে, এই ছবিটির পরিচালক শ্রী নারায়ন সিং।' টয়লেট এক প্রেম কথা'-এর মত অন্য ধরনের ছবি করতেই পছন্দ করেন এই পরিচালক। তার পরের ছবির বিষয় স্যারোগেসি বলে জানিয়েছেন। সেখানে মায়ের সঙ্গে শিশুর যে আত্মিক সম্পর্ক সেটা তুলে ধরতে চান।
সূত্রের খবর, এই ছবির নায়িকা হিসেবে আনুশকাকেই বেছে নিয়েছেন পরিচালক। ২০১৮ সালে গুজরাট ও রাজস্থানে শুরু হবে শ্যুটিং।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর