খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক বারী সিদ্দিকীর কুলখানি অনুষ্ঠিত হবে আজ। শিল্পীর নিজ হাতে গড়া নেত্রকোনায় কার্লি গ্রামের বাউল বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সেখানেই কুলখানির আয়োজন করা হয়েছে।
বারী সিদ্দিকীর বড় ছেলে সাব্বির বলেন, বাবার বন্ধু, সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কুলখানিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। আজ বাদ আসর বারী সিদ্দিকীর আত্মার শান্তি কামনায় থাকছে দোয়া মাহফিল।এছাড়াও দিনব্যাপী কোরআনখানির আয়োজন করা হয়েছে। পাশাপাশি এতিম শিশুদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা রাখা হয়েছে।
ধানমন্ডির ঈদগাহ মসজিদে বারী সিদ্দিকী নিয়মিত নামাজ পড়তেন। আসছে সপ্তাহে এই মসজিদে তার দ্বিতীয় কুলখানি অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৭/ফারজানা