বিতর্কের মুখে পদ্মাবতী'র মুক্তির তারিখ ভারতে পেছালে আগামী ১ ডিসেম্বর যুক্তরাজ্যে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ইতিমধ্যে ছাড়পত্রও দিয়েছে ব্রিটেনের সেন্সর বোর্ড। আর সেটা নিয়ে আবারও আলোচনা পদ্মাবতী। বিদেশের মাটিতে সিনেমাটির মুক্তি ঠেকাতে নিষেধাজ্ঞার আবেদন করা ভারতের সুপ্রিম কোর্টে। তবে দেশটির সর্বোচ্চ আদালত আইনজীবী এমএল শর্মার আবেদন নাকচ করে দিয়েছেন। এ নিয়ে এক মাসে তৃতীয়বারের মতো পদ্মাবতী সিনেমার ওপর নিষেধাজ্ঞার আবেদন নাচক হলো।
১৪ শতকে একজন মুসলিম শাসক ও একজন হিন্দু রানির গল্প নিয়ে তৈরি করা হয়েছে পদ্মাবতী। এতে রানি পদ্মিনী চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। মুসলিম শাসক আলাউদ্দিন খিলজি ও রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে রণবীর সিং ও শহীদ কাপুরকে।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিনেমাটি নিয়ে অনেকদিন ধরেই ঘোর আপত্তি জানিয়ে আসছিল রাজপুত করনি সেনা। সিনেমাটিতে রানি পদ্মিনী ও আলাউদ্দিন খিলজির মধ্যে একটা রোমান্টিক দৃশ্যের অভিযোগ তুলেই মুক্তির বিরোধীতা করা হয়। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পদ্মাবতী সংশ্লিষ্টরা।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৭/মাহবুব