পূর্বঘোষণা অনুযায়ী আলোচিত সিনেমা 'বিজলী'র 'পার্টি পার্টি পার্টি' গানের ভিডিও ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে। রবিবার রাতে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়।
এর আগে, শনিবার 'পার্টি পার্টি পার্টি' গানের প্রোমো প্রকাশ করা হয় জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে।
'বিজলী' প্রযোজনা করছে ছবির নায়িকা ইয়ামিন হক ববির ববস্টার ফিল্মস। ছবিতে তার নায়ক হিসেবে আছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। বলা হচ্ছে বাংলাদেশের প্রথম সুপার হিরো সিনেমা 'বিজলি'। পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী।
বিগ বাজেটের সিনেমা 'বিজলি'র শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ডে। এর ভিএফএক্স হয়েছে হলিউডে। 'বিজলি' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। যার শরীরে বৈদ্যুৎতিক ক্ষমতা চলে আসে। এই ক্ষমতা সে ব্যবহার করে দুষ্টের বিরুদ্ধে।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৭/মাহবুব