৩১ ডিসেম্বর উপলক্ষে 'লাভ ইউ ফরেভার' শিরোনামে নতুন মিউজিক ভিডিও প্রকাশ করছেন জনপ্রিয় পপ তারকা তিশমা। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। ২০১৫ সালে প্রকাশিত ‘মেসমেরাইজড’ অ্যালবামের গান 'লাভ ইউ ফরেভার'। তিশমার নিজস্ব ওয়েবসাইটে আগামীকাল এর মিউজিক ভিডিওটি প্রকাশ হবে।
তিশমা বলেন, আমার বিশ্বাস এ গানটি ভালো লাগবে সবার। আমার ১৪তম একক অ্যালবামের কাজ নিয়ে এতদিন ব্যস্ত ছিলাম। এখন সে কাজও শেষের দিকে। আশা করছি নতুন বছরে এটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারবো।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা