২০১৮ সালেই বিয়ের পিঁড়িতে বসছেন 'আয়নাবাজি' খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বিয়ের দিনক্ষণ এখনও নির্দিষ্ট না হলেও জানা গেছে নতুন বছরের এপ্রিলেই শুভ কাজটা সেরে ফেলতে চান উপস্থাপনা দিয়ে মিডিয়াতে আসা এই মডেল-অভিনেত্রী।
জানা গেছে, পাত্রের নাম জোবাইদুল হক। তিনি একজন ব্যাংকার। সৌদি আরবের জেদ্দায় কৈশোরের দিনগুলো কাটিয়েছেন নাবিলা ও জোবাইদুল দু'জনই। সেখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জেদ্দায় পড়াশোনার সুবাদে তাদের মধ্যে পরিচয় হয়। পরবর্তীতে তারা দু'জনই দেশে ফিরে আসেন।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব