বিয়ের পর আপাতত দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে, স্বামীর পাশে থাকতে দক্ষিণ আফ্রিকা উড়ে গেছেন অানুশকা শর্মাও। নতুন বছরের উদযাপন পর্ব ভালভাবেই সারছেন নবদম্পতি। এরই মধ্যে কেপটাউনে গিয়ে বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবং তাঁর স্ত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে সময় কাটালেন বিরাট-অানুশকা।
ভারতীয় গণমাধ্যমের খবর, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নতুন বছরের প্রথম দিন বিকেলে বিরাট-অানুশকার সঙ্গে দেখা হয় অক্ষয় কুমারের। এরপর অক্ষয়ের সঙ্গে ওই বিরাট-আনুশকার আড্ডা দিতে দেখা যায়। যে ছবি এখন ভাইরাল।
আড্ডায় ব্যস্ত বিরাট কোহলি, আনুশকা ও অক্ষয় কুমার।
এদিকে, কেপটাউন থেকে ফিরে ‘প্যাডম্যান’-এর প্রোমোশন শুরু করবেন অক্ষয় কুমার।প্যাডম্যান-এ অক্ষয় কুমারের সঙ্গে রয়েছেন রাধিকা আপ্তে এবং সোনাম কাপুর।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৭/মাহবুব