ফের বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন মিলিন্দ সোমান এবং অঙ্কিতা কোনওয়ার৷ দীর্ঘ চার বছর ধরে প্রেম করার পর পরিবারকে মানিয়ে, তিন মাস আগেই সম্পন্ন হয়েছে তাঁদের শুভ পরিণয়৷বহু প্রতীক্ষার পর বিয়ে সেরেছিলেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক বায়ান্ন বছরের অভিনেতা মিলিন্দ সোমান৷আলিবাগের ফার্ম হাউসে মিলিন্দ-অঙ্কিতার ছিমছাম বিয়ে ছিল কয়েক মাসে আগের হট টপিক৷তবে তিন মাস কাটতে না কাটতেই ফের বিয়ে করলেন অভিনেতা৷ স্পেনের গিয়ে চুপি চুপি বিয়ে সারলেন৷ তবে অন্য কোন নারীকে বিয়ে করেননি তিনি!
ঝর্ণার ধারে, ফুলের তৈরি টিয়ারা পরে হাতে ফুলের তোরা নিয়েছিলেন অঙ্কিতা৷ অন্যদিকে সাদা স্যুট এবং নীল রঙর ব্লেজার পরেছিলেন মিলিন্দ৷ অঙ্কিতার সাদা গাউনের সঙ্গে ম্যাচ করে৷ জঙ্গলের মাঝে, পরিবারকে পাশে নিয়ে বিয়ে প্রকৃতিকে সাক্ষী রেখে বিয়ে করতে চেয়েছিলেন তাঁরা৷ সেইমতই স্পেনে গিয়ে ন্যাচারাল ওয়েডিং সারলেন দু’জনে৷ এমনকি অঙ্কিতা কোনও স্টিলেটো বা মিলিন্দ ব্র্যান্ডের জুতো পরে বিয়ে সারেরননি৷ খালি পায়ে পানির মধ্যে পা ডুবিয়ে বিয়ে করলেন এই কাপল৷ ইনস্টাগ্রামে তাঁদের এই ন্যাচারাল ওয়েডিংয়ের ছবি আপলোড হয়৷ সেখান থেকেই ভাইরাল হয়ে যায় তাঁদের দ্বিতীয় বিয়ের খবর৷
বিয়ের আগে থেকে একাধিক সমালোচনার মুখে পড়েছিলেন এই কাপল৷ দু’জনের মধ্যে বয়সের বিস্তর পার্থক্যের জেরে প্রথমদিকে পরিবারেরও সমর্থন পাননি তাঁরা৷ অবশেষে সবরকম বাধাবিঘ্ন কাঁটিয়ে দুজনে এখন একসঙ্গে সুখে শান্তিতেই ঘর করছেন৷ সম্প্রতি স্পেনে সেখানকার রীতিনীতি মেনে বিয়ে করলেও এপ্রিল মাসে মহারাষ্ট্রের ট্রেডিশ্যনাল নিয়ম মেনেই বিয়ে করেছিলেন মিলিন্দ এবং অঙ্কিতা৷ তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন দুজনেরই পরিবার এবং ঘনিষ্ট কিছু বন্ধুবান্ধবরা৷
৫২ বছর বয়সীর মিলিন্দ এক সময় ছিলেন ন্যাশনাল ক্রাশ৷ অবশ্য এখনও সেই জায়গাই ধরে রেখেছেন বললে ভুল হবে না৷ বয়স যাই হোক না কেন এই তারকার লুকে এখনও কুপোকাত অগনিত নারী৷ নিজের ফিটনেস নিয়ে সচেতন থাকার জন্যই এখনও সেই চার্ম ধরে রেখেছেন এই হ্যান্ডসাম হাঙ্ক৷
বিডি প্রতিদিন/১৩ জুলাই ২০১৮/হিমেল