১৫ ডিসেম্বর, ২০১৮ ১২:৪০

বিজয় দিবসে বৈশাখী টিভিতে নাটক-সিনেমা-গান

অনলাইন ডেস্ক

বিজয় দিবসে বৈশাখী টিভিতে নাটক-সিনেমা-গান

আগামীকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। এতে থাকছে নাটক, সিনেমা ও গান। 

মামুন আব্দুল্লাহর প্রযোজনায় দেশের গান ‘জন্মভূমি’ প্রচার হবে সকাল ৭.৪৫ মিনিটে। সকাল ৮.২৫ মিনিটে বৈশাখীর সকালের গান’ গান অনুষ্ঠানে দেশের গান গাইবেন এক ঝাঁক শিল্পী। এরা হলেন স্মরণ, প্রিয়াঙ্কা গোপ, মুহিন, লিজা, সঝ্চিতা দত্ত, রাজীব, চম্পা বনিক ও রেজাউল আলম। থাকছে একটি নাটক ও দুটি সিনেমা। বেলা ১১.০৪ মিনিটে প্রচার হবে একক নাটক ‘একাত্তরের পুতুল’। অভিনয় করেছেন মামুনুর রশীদ, গাজী রাকায়েত, মোমেনা চৌধুরী জুঁই প্রমুখ।

এদিন যে দুটি সিনেমা প্রচার হবে তার মধ্যে দুপুর ২.৪৫ মিনিটে ইলিয়াস কাঞ্চন, মান্না, চম্পা অভিনীত ‘সিপাহী’ এবং রাত ১২টায় রয়েছে শাকিব খান, একা ও মিজু আহমেদ অভিনীত ‘হুমকির মুখে’।

রাত ৮টায় ‘প্রিয় শিল্পীর সেরা গান’ অনূষ্ঠানে দেশের গান গাইবেন প্রখ্যাত কণ্ঠশিল্পী আপেল মাহমুদ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আযম খান, আলম আরা মিনু ও মাহমুদুজ্জামান বাবু। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রবিউল ইসলাম সুজন।

বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর