বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাডুকোনের বিয়ে নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। এবার নতুন এক তথ্য দিলেন দীপিকা, যা শুনে অবাক হয়েছেন অনেকেই।
সম্প্রতি একটি পোর্টালের মুখোমুখি হয়ে দীপিকা বলেন, রণবীর সিং'র সঙ্গে ৬ বছরের সম্পর্কের পর তাঁরা বিয়ে করেছেন ঠিকই, কিন্তু 'বাজিরাও'র সঙ্গে নাকি ৪ বছর আগেই তাঁর বাগদান পর্ব সারা হয়ে গিয়েছিল। অর্থাৎ, রণবীরের সঙ্গে দীপিকার 'এনগেজমেন্ট' হয়ে গিয়েছিল গত ৪ বছর আগে?
'রামলীলা'র সময় থেকেই নাকি রণবীর-দীপিকার প্রেমপর্বের সূত্রপাত। 'রামলীলা'র সেটেই তাঁরা একে অপরের কাছাকাছি আসতে শুরু করেন। তারপর অবশ্য সবকিছু ইতিহাস। কিন্তু, রণবীর-দীপিকা তাঁদের সম্পর্ক এবং বিয়ে নিয়ে যা-ই বলুন না কেন, দিপ্পি এবার যে বিষয়টি খোলসা করলেন, তা প্রায় সবারই অজানা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ