ভারতের বিহার প্রদেশের ২১০০ কৃষকের ঋণ পরিশোধ করে দিয়েছেন বলিউড তারকা অভিতাভ বচ্চন। নিজের ব্লগে এই ঘটনাটির কথা শেয়ার করে বিগ বি লেখেন, একটি প্রতিশ্রুতি রক্ষা হল। বিহারের যে সব কৃষকদের ঋণ রয়েছে, তাদের মধ্য থেকে ২১০০ জনকে বেছে নিয়ে ব্য়াঙ্ক ওটিএস-এর মাধ্যমে ঋণ শোধ করা হল। তাদের মধ্যেই কয়েকজনকে জনক-এ আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা। শ্বেতা ও অভিষেকের মাধ্যমে তাদের হাতে সরাসরি তুলে দিলাম।
অমিতাভ এই ঋণ শোধের প্রতিশ্রুতির কথা জানানোর পাশাপাশি এও লিখেছেন তার ব্লগে যে পুলওয়ামা আক্রমণে শহিদদের পরিবারবর্গকে যে সাহায্যের কথা তিনি আগে জানিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিও রক্ষা করতে চলেছেন কিছুদিনের মধ্যেই।
এই প্রথম নয়, এর আগেও বহু কৃষকের ঋণ শোধ করেছেন অমিতাভ বচ্চন। উত্তরপ্রদেশের ১৩৯৮ জন ও মহারাষ্ট্রের ৩৫০ জন কৃষকের ঋণ শোধ করেছেন তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা