নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর যৌন হেনস্তার মামলা খারিজ হওয়ায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাহায্য চাইলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। একই সঙ্গে তিনি মুম্বাই পুলিশের কড়া সমালোচনা করে নানা’র সঙ্গে গোপন আঁতাতেরও অভিযোগ করেন।
তনুশ্রী বলেন, এই হেনস্থার ঘটনা আমার কাজ, ক্যারিয়ার ও জীবন সব কেড়ে নিয়েছে। আমাকে নতুন একটা দেশে জীবন শুরু করতে হয়েছে। কারণ ভারতে বিচার ব্যবস্থা ও আইন বিক্রি হয়; ক্লিনচিট পায় অপরাধীরা। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেন, মোদিজি... দুর্নীতিমুক্ত ভারতের কি হল?... এটাই আপনার রামরাজ্য? হিন্দু পরিবারে জন্ম নিয়ে জেনেছিলাম, রাম নাম সত্য। তাহলে এই দেশে কিভাবে অসত্য আর অধর্মই বারবার জিতে যাচ্ছে? আমাকে জবাব দিন...'
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নানা পাটেকর ক্লিনচিট পেয়ে স্বস্তির নিশ্বাস ফেললেও তনুশ্রী মামলা লড়ে যাবেন বলে জানিয়েছিলেন। ১০ বছর আগে 'হর্ন ওকে প্লিজ' ছবিতে একসঙ্গে কাজ করার সময় নানা নাকি তনুশ্রী দত্তের সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। মুম্বাই পুলিশের কাছে এমনই অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী।
বিডি-প্রতিদিন/শফিক