বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি খেলা চলছে। কে কত কেরামতি দেখিয়ে বোতলের ছিপি খুলতে পারে। নানা উপায়ে, কেউ লাথি মেরে, আবার কেউ ফুঁ দিয়ে বোতলের ছিপি খুলেছেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে মানুষের প্রশংসা আর হাততালি পাওয়ার চেষ্টা করেছেন।
কিন্তু চিত্তাকর্ষক কণ্ঠস্বরের জন্য যুক্তরাষ্ট্রের বিখ্যাত মারিয়া ক্যারি যা করলেন তাতে তার ধারে কাছে কেউ থাকে না। গান গেয়ে বোতলের ছিপি খুলে ফেললেন তিনি। ভিডিওর শুরুতেই তিনি বলছেন, ‘আমার লাথি মারার প্রয়োজন নেই। আমার গলাই যথেষ্ঠ।’ তারপর তার সুরেলা কণ্ঠে সাংঘাতিক চিৎকার করে বোতলের ছিপি খুলে দিলেন। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায়।
২৪ ঘন্টার মধ্যে তার ভিডিওটি ১৬ মিলিয়ন মানুষ দেখে ফেলেন। অন্য প্রতিদ্বন্দ্বিরাও হার স্বীকার করেছেন ইতিমধ্যে। অনেকে আবার ভিডিওটি নকল বলেও মত প্রকাশ করেছেন। তাদের দাবি, মারিয়া কণ্ঠে বোতলের ছিপি খোলেনি। ভিডিওটিকে এডিট করা হয়েছে।
ভিডিওটি দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন-
#bottletopchallenge pic.twitter.com/Rygijd6z5W
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ