চারটি ছবি প্রযোজনা করছেন ঢালিউডের আলোচিত খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ছবিগুলোতে তিনি অভিনয়ও করবেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন ডিপজল নিজেই।
ডিপজল বলেন, আমার প্রোডাকশন থেকে নতুন চারটি ছবি নির্মাণের প্রস্তুতি চলছে। প্রযোজিত ছবিগুলোতে আমি নিজেও অভিনয় করবো। বর্তমানে ছবিগুলোর গল্পের কাজ চলছে। একটি ছবির পরিচালক শাহীন সুমন। বাকি তিন ছবির পরিচালকের নাম সেপ্টেম্বর মাসের শুরুতে জানানো হবে।
তিনি বলেন, আমি সবসময় আমদানি ছবির বিপক্ষে ছিলাম। দেশের হলগুলোতে বাইরের ছবি চলুক এটা কখনোই চাইনি। কিন্তু ছবি সংকটের কারণে ভারতীয় ছবি বেশি চলছে। এর মধ্যে আমি আমার জায়গা থেকে ছবি বানানোর চেষ্টা করে যাবো।
ডিপজলের ‘সৌভাগ্য’, ‘এদেশ তোমার আমার’ এবং ‘এক কোটি টাকা’ তিনটি ছবি মুক্তির দৌড়ে আছে।
বিডি প্রতিদিন/ফারজানা