Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:০৬
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৯ ১০:১৭

যে কারণে রণবীরকে ফিরিয়ে দিলেন শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

যে কারণে রণবীরকে ফিরিয়ে দিলেন শ্রদ্ধা

পর পর মুক্তি পেয়েছে তার দুটি ছবি ‘সাহো’ এবং ‘ছিছোরে’। বক্স অফিসে দুটি ছবিই সফল। দীর্ঘদিন পর এমন সাফল্য শ্রদ্ধা কাপুরের কাছে এনে দিয়েছে একের পর এক ছবির অফার। শোনা যায়, লাভ রঞ্জনের পরবর্তী ছবিতে অজয় দেবগণ এবং রণবীর কাপুরের সঙ্গে তাকেও অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই ছবির অফার নাকি ফিরিয়ে দিয়েছেন শ্রদ্ধা।

কেন এমন করলেন তিনি? বাতাসে জোর গুঞ্জন, নীতেশ তিওয়ারির ৬০০ কোটি টাকা বাজেটের ছবিতে কাজের আগ্রহ দেখিয়েছেন শ্রদ্ধা। পৌরাণিক কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি ‘রামায়ণ’ ছবিতে সীতা চরিত্রের অফার এসেছে তার কাছে। প্রসঙ্গত, শ্রদ্ধা কাপুরের শেষ ছবি ‘ছিছোরে’ এর পরিচালকও ছিলেন নীতেশ তিওয়ারি। তাই খুব স্বাভাবিকভাবেই তার সঙ্গে শ্রদ্ধার কমফোর্ট লেভেল অনেকটাই বেশি।

‘সাহো’ এবং ‘ছিছোরে’ এর পর সদ্য সদ্য ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ এর শুটিং শেষ করেছেন শ্রদ্ধা কাপুর। রেমো ডি’সুজা পরিচালিত এই ছবিতে শ্রদ্ধার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রভু দেবা এবং নোরা ফতেহিও। ২০২০ সালের ২৪ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। সূত্র : ইন্ডিয়া টাইমস।

বিডি-প্রতিদিন/শফিক


আপনার মন্তব্য