২১ নভেম্বর, ২০১৯ ০৯:০৪

চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন লতা মুঙ্গেশকর: মধুর ভাণ্ডারকর

অনলাইন ডেস্ক

চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন লতা মুঙ্গেশকর: মধুর ভাণ্ডারকর

ভারতরত্ন জয়ী কিংবদন্তীতূল্য সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকরকে (৯০) গত সপ্তাহে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। বুকে ইনফেকশন ও শ্বাস প্রশ্বাসের সমস্যা তিনি হাসপাতালে ভর্তি হন। তখন থেকেই তার মৃত্যুর খবর ভাইরাল হয়েছে ইন্টারনেটে। তবে সেসব খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে পরিবারের সদস্যরা।

হাসপাতালে লতা মুঙ্গেশকরকে দেখে এসেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মধুর ভাণ্ডারকর। লতা মুঙ্গেশকরের একটি ছবি পোস্ট করে মধুর ইনস্টাগ্রামে লিখেছেন, লতা দিদিকে দেখতে হাসপাতাল গিয়েছিলাম। এটা জানাতে পেরে ভালো লাগছে যে তার অবস্থার স্থির আছে এবং তিনি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন। তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার জন্য কৃতজ্ঞ।  

লতা মুঙ্গেশকরের জন্ম ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর। ১৯৪২ সালে তার ক্যারিয়ার শুরু করেন। ২০টি ভাষায় ২৫ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। ইতিহাসে সবচেয়ে বেশি রেকর্ডের শিল্পী হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ১৯৭৪ সালে নাম উঠে তার। অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন লতা মুঙ্গেশকর।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর