১৩ ডিসেম্বর, ২০১৯ ০৬:২৩

জ্বলছে আসাম, তাই দিল্লিতে অনুষ্ঠান বাতিল পাপনের

অনলাইন ডেস্ক

জ্বলছে আসাম, তাই দিল্লিতে অনুষ্ঠান বাতিল পাপনের

গায়ক পাপন

তার রাজ্য আসাম জ্বলছে, তাই দিল্লিতে সঙ্গীতানুষ্ঠান বাতিল করলেন গায়ক পাপন। আসামের সেই গায়ক অঙ্গরাগ মাহান্ত, যিনি বলিউডে পাপন বলেই অধিক পরিচিত। দিল্লিতে নিজের শো-ই বাতিল করে দিলেন। শুক্রবার দিল্লির ইমপারফেক্টোতে শো ছিল পাপনের। কিন্তু সেই শো'তে তিনি যাবেন না।  

আসামের কঠিন পরিস্থিতির কারণেই এই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের এই নামজাদা গায়ক। আসামের এই পরিস্থিতির বিরুদ্ধে বেশ কয়েকটি টুইট করেন পাপন। টুইটে তিনি লিখেছেন, 'প্রিয় দিল্লি, আমি খুব দুঃখিত যে, আগামীকালের কনসার্টটি আমি বাতিল করছি। দিকে দিকে কারফিউর কারণ আমার রাজ্য আসাম কাঁদছে, জ্বলছে। এই অবস্থায় আমি মানুষকে বিনোদন করার মতো অবস্থাতে নেই।'

উল্লেখ্য, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে এখনও জ্বলছে উত্তরপূর্ব ভারত। আসাম-ত্রিপুরাতে সেনা নামিয়েও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনতে হিমশিম অবস্থা প্রশাসনের। আসামে হিংসাত্মক বিক্ষোভের মধ্যেই জনতার রোষের মুখে শাসক দল বিজেপির নেতা-মন্ত্রীরা। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, গুয়াহাটির বিজেপি সাংসদ কুইন ওঝার পরে এবার নিশানায় কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর