এই শহরের দুই তরুণ-তরুণী। ভালোই যাচ্ছিল নিজেদের একান্ত সময়। কিন্তু করোনাভাইরাস মহামারি এসে বিচ্ছিন্ন করে দেয় এই জুগলকে। শুরু হয় তাদের ঘরবন্দি সময়।
শারীরিকভাবে দূরে থাকলেও মানসিকভাবে তাদের যোগাযোগটা আছে। লকডাউনের পুরো সময়টা স্মৃতিচারণ করেই কাটিয়ে দেয়। তারা বিশ্বাস করে পৃথিবী আবার হেসে উঠবে। এমন একটি গল্প নিয়ে তৈরি হয়েছে 'আবার বৃষ্টি হবে' শিরোনামের গানের ভিডিও।
মিনার রহমানের লেখা ও সুরে এই গানে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস ও মিনার রহমান। সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার।
সুস্মিতা আনিস বলেন, ‘আমি মিনার ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে, উনি এতো সুন্দর একটি সময় উপযোগী গান তৈরি করেছেন। যেটি সকলের জন্যই কম বেশি হলেও প্রযোজ্য। আপনজনদের থেকে দূরে থাকা বড়ই কষ্টদায়ক এবং আমরা সকলই চাই স্বাভাবিক জীবনে ফিরে যেতে। আশাকরি আমাদের ডুয়েট গানটি সকলের ভালো লাগবে।’
গানটি প্রসঙ্গে মিনার বলেন, ‘আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে। গানটির ভাবনাগুলোকে শ্রোতারা অনুভব করতে পারবেন।’
নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাহিয়ান আহমেদ।প্রোডাকশন ডিজাইন করেছে ফ্লাইবট স্টুডিও। এতে মডেল হয়েছেন সুনেরা বিনতে কামাল ও খায়রুল বাশার।
২৭ আগস্ট গানটির মিউজিক ভিডিও রিলিজ হয়েছে সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং রেডিও ও টেলিভিশনে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন