দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিঙ্গাপুরে নতুন একটি আইটিভি ড্রামাকে 'ক্ষতিকর' ও 'হতাশাজনক' বলে আখ্যা দিয়েছে অ্যাডভোকেসি গ্রুপ ব্রিটিশ ইস্ট অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান্স। 'দ্য সিঙ্গাপুর গ্রিপ' নামের সেই নাটকটিতে যাদের দেখানো হয়েছে তাদের প্রতি এটা 'ভীষণ অপমানজনক' বলে দাবি করেছেন সংগঠনটি। গত সপ্তাহে নাটকটির ট্রেলার প্রকাশ করা হয়েছে।
জিজে ফ্যারেলের ১৯৭৮ সালে প্রকাশিত উপন্যাসের ওপর ভিত্তি করে ছয় পর্বের নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকের কাহিনী সিঙ্গাপুরে বসবাসরত সম্পদশালী একটি ব্রিটিশ পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সমালোচনা শুরু হওয়ায় এর লেখক বলেছেন, এটা আসলে উপনিবেশবাদের বিরুদ্ধে একটি আক্রমণ। এতে অভিজাত শাসকশ্রেণির দুর্নীতি ও বর্ণবাদকে ফুটিয়ে তোলা হয়েছে।
চিত্রনাট্য লেখক স্যার ক্রিস্টোফার হ্যাম্পটন বলেছেন, যে কোনো নিরপক্ষ দর্শক এ বিষয়টিগুলো সহজে বুঝতে পারবেন। যে ত্রয়ী বইয়ের ওপর 'দ্য সিঙ্গাপুর গ্রিপ' নির্মিত হয়েছে তা সম্ভবত বিংশ শতাব্দীতে একজন ব্রিটিশ উপন্যাসিকের উপনিবেশবাদের বিরুদ্ধে সবচেয়ে আলোচিত আক্রমণ।
বিডি প্রতিদিন/ফারজানা