‘এ ঘোর শ্রাবণে’ প্রকাশের দুই বছর পর ফের বৃষ্টির গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী সমরজিৎ রায়। নতুন গানের শিরোনাম ‘টুপটুপ বৃষ্টি’। আল-মাসুমের লেখা গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
কন্ঠশিল্পী সমরজিৎ রায় বলেন, অনেক দিন পর আরেকটি নতুন বৃষ্টির গান করলাম। গানের কথাগুলো ভীষণ মিষ্টি এবং সুরটাও আমি সে রকম মিষ্টি করার চেষ্টা করেছি। গানটি হালকা ধাঁচের হলেও সবার শুনতে খুবই ভাল লাগবে আশা করছি।
গানটির প্রোগ্রামিং করেছেন কলকাতার রণদীপ মানু এবং মিক্সিং ও মাস্টারিং করেছেন জে কে মজলিশ। শব্দগ্রহণে ছিলেন অজয় মজুমদার, ক্যামেরায় দৃশ্যধারণ করেছেন রবিন চৌধুরী এবং ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ।
ধ্রুব মিউজিক স্টেশন আগামী ২২ সেপ্টেম্বর তাদের ইউটিউবে অবমুক্ত করবে ‘টুপটুপ বৃষ্টি’ গানটির ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্ল্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপে।
বিডি প্রতিদিন/ফারজানা