লিউড অভিনেত্রী কঙ্গনা রনাউতের সঙ্গে অশোভন আচরণের দায়ে ৯ সাংবাদিককে নিষিদ্ধ করেছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। একই ফ্লাইটে কঙ্গনার সঙ্গে ছিলেন অভিযুক্ত সাংবাদিকরা। খবর জি নিউজের।
প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটে অনিচ্ছাকৃতভাবে নিয়ম বিরুদ্ধ কিছু আচরণের জন্য ৯ জন সংবাদকর্মীকে ১৫ দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্ডিগো।
এর ফলে ১৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ওই ৯ সংবাদকর্মী ইন্ডিগোর বিমানে উড়ে যেতে পারবেন না।
সেপ্টেম্বরে শিবসেনার সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়েছিলেন কঙ্গনা। মুম্বাই সম্পর্কে তার কিছু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি করেছিল। একপর্যায়ে মুম্বাইয়ে কঙ্গনার অফিস ভাঙা নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। ওই সময়কালে মানালি থেকে মুম্বাই গিয়েছিলেন কঙ্গনা। সেখান থেকে চণ্ডীগড়ের ফিরতি ফ্লাইটে তার সহযাত্রী ছিলেন ওই সংবাদকর্মীরা
প্রসঙ্গত, এর আগে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক অধিদফতর নিয়ম বিরুদ্ধ আচরণের জন্য যাত্রীদের বিরুদ্ধে ইন্ডিগোকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছিল।
বিডি প্রতিদিন/কালাম