বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ জিতেছেন পুরস্কারও।
সম্প্রতি এই অভিনেতা তার পারিশ্রমিকের ক্ষেত্রে নতুন শর্ত যোগ করেছেন। এখন থেকে নির্দিষ্ট সময়ে সিনেমার শুটিং শেষ করতে না পারলে নির্মাতাদের পরবর্তী প্রতিদিনের জন্য রণবীরকে বাড়তি পারিশ্রমিক দিতে হবে।
রণবীর অভিনীত ‘জাগ্গা জাসুস’ সিনেমাটির শুটিং কয়েক দফা বন্ধ ছিল। ২০১৪ সালে এই সিনেমার কাজ শুরু হয়। পরের বছর মুক্তির কথা থাকলেও তা ২০১৭ সালে প্রেক্ষাগৃহে আসে। এছাড়া মুক্তির অপেক্ষায় থাকা রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটির শুটিং ২০১৮ সালে শুরু হয়। ইতোমধ্যে একাধিক বার এর মুক্তির তারিখ পেছানো হয়েছে। এই অভিনেতা এমনটি আর চাইছেন না।
ইতোমধ্যে ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘শমশেরা’ সিনেমার শুটিং শেষ করেছেন রণবীর। খুব শিগগির লাভ রঞ্জনের একটি সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেতা। এতে তার বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর।
সূত্রটি বলেন, ‘রণবীর চান না তার সিনেমা নির্মাণে দেরি হোক। লাভ রঞ্জনের সিনেমাটি তিনি টানা শুটিং করবেন এবং ২০২১ সালে মে মাসের মধ্যেই এটি শেষ করতে চান।’
রণবীর কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাঞ্জু’। ২০১৮ সালে মুক্তি পায় এটি।
বিডি প্রতিদিন/কালাম