রিয়েলিটির শোয়ের টিআরপি বাড়াতে বিয়ের আসরে বধূ সেজে বসেছিলেন নেহা কাক্কার। নিজের সত্যিকারের বিয়ে নিয়েও নানা প্রচারণা চালিয়েছেন তিনি। এবার নতুন গানের প্রচারণা চালাতে গিয়ে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন বলিউডের আলোচিত এ গায়িকা। দুই মাস নেহা তার প্রেমিক রোহানপ্রিত সিংকে বিয়ে করেন। গতকাল বেবি বাম্পের ছবি পোস্ট করায় অনেকে অভিনন্দন জানাতে শুরু করেছিলেন। তবে আজ শনিবার নেহা জানিয়েছেন, ছবিটি পোস্ট করেছিলেন নতুন গানের প্রচারণার জন্য।
আজ শনিবার ইনস্টাগ্রাম পোস্টে নেহা নিশ্চিত করেছেন, নতুন গান আসছে তার। গানের শিরোনাম 'খেয়াল রাকখা করো' (খেয়াল রেখো)। গানটি মুক্তি পাচ্ছে আগামী ২২ ডিসেম্বর। গানটির সঙ্গে যুক্ত আছেন নেহার স্বামী। তবে নেহা সত্যিই প্রেগন্যান্ট কি না- এ বিষয়ে কিছু বলেননি।
গত অক্টোবরে ঝমকালো আয়োজনে সঙ্গীতশিল্পী রোহানপ্রিত সিংকে বিয়ে করেন নেহা।
বিডি প্রতিদিন/ফারজানা