২২ ডিসেম্বর, ২০২০ ১৫:০৯

বড়দিনে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের ‘গোর’

অনলাইন ডেস্ক


বড়দিনে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের ‘গোর’

বড়দিন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে দেশের প্রথম ইংরেজি ভাষায় নির্মিত ছবি ‘দি গ্রেভ’। বাংলায় ছবিটির নাম রাখা হয়েছে ‘গোর’। সরকারি অনুদানে নির্মিত এই ছবির পরিচালক গাজী রাকায়েত। ছবিটি সিলভার স্ক্রিনে এক যোগে দুটি হলে দুই ভাষাতেই প্রদর্শিত হবে।

ছবির গল্পটি একজন গোর খোদকের। গোর খোদকের চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত নিজেই। ইমপ্রেস টেলিফিল্মের সহ-প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, মামুনুর রশীদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, এ কে আজাদ সেতু, দীপান্বিতা ও ওমর ফারুক প্রমুখ।

ছবিটি প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, অনেকে হয়তো ভাবতে পারেন এটি ডাবিং চলচ্চিত্র। কিন্তু আমরা দুটি ছবিই আলাদাভাবে শুট করেছি।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর