২৯ ডিসেম্বর, ২০২০ ১৭:০৪

যে কারণে সরিয়ে ফেলা হল ‘কমান্ডো’ সিনেমার টিজার

অনলাইন ডেস্ক

যে কারণে সরিয়ে ফেলা হল ‘কমান্ডো’ সিনেমার টিজার

বাংলাদেশের এক খতিব ধর্ম অবমাননার অভিযোগ তোলার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে নির্মাণাধীন সিনেমা 'কমান্ডো'র টিজার। কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব অভিনীত বাংলাদেশি সিনেমা 'কমান্ডো'র টিজার ২৫শে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। খবর বিবিসির।

টিজারটি প্রকাশের পরই ধর্ম অবমাননা করা হয়েছে এমন অভিযোগ এনে সমালোচনা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে। পল্লবীর একটি মসজিদের খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পাতায় টিজারটির সমালোচনা করেন। সেখানে টিজারের তিনটি স্ক্রিন শট দিয়ে আপত্তিজনক বিষয়গুলো তুলে ধরেন।

সিনেমার টিজার নিয়ে ধর্ম অবমাননার যে অভিযোগ উঠেছে সেটা নিয়ে এই সিনেমার প্রযোজক সেলিম খান গণমাধ্যমকে বলেন, যখনই তিনি দেখেছেন এটা নিয়ে বিতর্ক হচ্ছে তখনি টিজারটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। তার ভাষ্য, ইসলাম ধর্মকে অবমাননা করার দুঃসাহস আমার নেই। জঙ্গিবাদ সরকার কীভাবে দমন করছে সেটাই সিনেমায় দেখানো হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর