প্রকাশ্যে বলিউড অভিনেতা হৃত্বিক রোশনকে রেগে যেতে কেউ দেখেছেন কি? উত্তরে কেউ 'হ্যাঁ' বলবেন, আবার কেউ বলবেন 'না'। তবে এবার এমনটাই ঘটেছে।
সম্প্রতি দুই ছেলে রেহান ও হৃদানকে নিয়ে মুম্বাইয়ে এক হাসপাতালে গিয়েছিলেন হৃত্বিক। সেখানেই হাসপাতালের দ্বাররক্ষী হৃত্বিককে ভিতরে ঢুকতে বাধা দেন। আর তাতেই বেজায় চটে যান এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো।
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ওই ভিডিওটির নিচে বিভিন্নজনকে কমেন্ট করতে দেখা গেছে। তাতে অবশ্য নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ লিখেছেন, ''উনি তো শুধুমাত্র জিজ্ঞাসা করেছিলেন, এবং স্যার বলেও সম্বোধন করেন।'' কেউ আবার লিখেছেন, ''উনিও মানুষ, তাই মেজাজ হারাতেই পারেন।''
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ