ভারতের কৃষক আন্দোলনের পক্ষে এর আগে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা মুখ খুলেছিলেন। এবার কৃষকদের পাশে দাঁড়িয়েছেন মার্কিন পপস্টার রিহানা, আলোচিত পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ ও সাবেক পর্নতারকা মিয়া খলিফা।
মঙ্গলবার রাতে কৃষক আন্দোলনের একটি ছবি টুইটারে পোস্ট করে রিহানা লিখেন, ‘কেন আমরা এই নিয়ে কথা বলছি না?’ বিক্ষোভস্থলে ইন্টারনেট পরিষেবা বন্ধের খবরটিও জুড়ে দেন রিহানা। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যা ১০ কোটিরও বেশি। এই পোস্টের পর স্বাভাবিকভাবেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভারতে কৃষক বিক্ষোভের খবর। বহু মানুষ সোশ্যাল সাইটে এই নিয়ে সরব হন।
রিহানার মতোই কৃষক বিক্ষোভের সমর্থনে মুখ খুললেন গ্রেটা থুনবার্গ। তিনিও কৃষক বিক্ষোভ নিয়ে একটি খবরের লিঙ্ক শেয়ার করেন টুইটারে। তারপরই টুইটারে ভারতের কৃষিবিল বিরোধীতায় বসা নারীদের ছবি পোস্ট করে একটি বিস্ফোরক ক্যাপশন জুড়ে দেন মিয়া। তার মতে, ভারতের রাজধানীতে ২৬ জানুয়ারি যা ঘটেছে তা মানবাধিকারকে লঙ্ঘন করে। তিনি লেখেন, ‘ কী ঘটছে? এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? ওরা নয়া দিল্লিতে ইন্টারনেট পরিষেবাই বন্ধ করে দিয়েছে'।
এদিকে, রিহানাকে পাল্টা আক্রমণ করলেন কঙ্গনা। তিনি টুইটারে লিখলেন, ‘কেউ এ সব নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয় জঙ্গি। যারা দেশ ভাগ করতে চাইছে। যাতে ভেঙে যাওয়া আমাদের দেশ অধিকার করতে পারে চীন এবং সেখানে চীনা উপনিবেশ তৈরি হতে পারে। যেমন আমেরিকায় হয়েছে। তোমরা বোকারা চুপ কর। তোমাদের মতো আমরা দেশ বিক্রি করছি না।’ সূত্র : আজকাল।
বিডি-প্রতিদিন/শফিক