পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে, সঙ্গে থাকতে চাওয়া বৃদ্ধাশ্রমে থাকা একদল বৃদ্ধা করছেন মানববন্ধন। এতে আবার নেতৃত্ব দিচ্ছেন অভিনেতা আবুল হায়াত। সঙ্গী হয়েছেন মাদার তেরেসা বৃদ্ধাশ্রমে বাস করা বৃদ্ধ বাবা-মায়েরা। এমন দৃশ্য দেখা যাবে পরিচালক বদিউল আলম খোকনের ‘দায়মুক্তি’ ছবিতে। সরকারি অনুদানে রাইসা ফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। সিনেমার শুটিং শেষ পর্যায়ে।