প্রথম বারের মত নাটকে গান করলেন দিদার খান। নাটকের নাম "একটি রাতের গল্প"।
নাটকটিতে অভিনয় করেছেন সজল, প্রভা ও মৌমিতা মৌ। নাটকটি রচনা করেছেন বরজাহান হোসেন এবং পরিচালনা করেছেন কে এস কৃষ্ণ।
নাটকটিতে দিদার খানের "ভালোবাসি শুধু তোমায়" শিরোনামের একটি গান ব্যবহার করা হয়েছে। গানটির লেখা এবং সুর করেছেন দিদার খান নিজেই এবং সঙ্গীত আয়োজন করেছেন জামান।
সম্প্রতি নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে রাজধানীর উত্তরা, দিয়াবাড়ি এবং শহরের বিভিন্ন রাস্তায়।
দিদার খানের কাছে নাটক এবং তার গাওয়া গানটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'এটি আমার নাটকে প্রথম কাজ, নাটকের গল্প অনেক সুন্দর এবং গানটি আমার অনেক পছন্দের। নাটকটিতে সজল, প্রভা এবং মৌমিতা মৌ বরাবরের মত অনেক চমৎকার অভিনয় করেছেন। পরিচালক কে এস কৃষ্ণ নাটকটি অনেক ভালোভাবে পরিচালনা করেছেন, আশা করি সব কিছু মিলিয়ে সবার অনেক ভালো লাগবে।'
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/ আযম