ইয়োহানির গাওয়া সিংহলী গান ‘মানিকে মাগে হিতে’র জনপ্রিয়তার গ্রাফ কিছুতেই যেন কমছে না। গানটি এবার ইংরেজি ভাষায় গেয়েছেন যুক্তরাষ্ট্রের গায়ক এরিক হেনরি হেইনরিকস।
গানটি নেট দুনিয়ায় বেশ আলোড়ন তৈরি করেছি। শ্রীলঙ্কার পপ গায়িকা ইয়োহানির গানে কিছু নিজস্ব স্টাইল যোগ করেছেন এরিক। আর সেটাই হয়ে গেছে ফের ভাইরাল।
নতুন ভার্সনে শ্রীলঙ্কান লিরিকসের সঙ্গে কিছু ইংরেজি লিরিকসও যোগ করেছেন তিনি। এরিক মার্কিন নাগরিক হলেও শ্রীলঙ্কাতেই থাকেন।
প্রসঙ্গত, ‘মানিকে মাগে হিতে’র আগেও অনেক গান গেয়েছেন ইয়োহানি। তবে এই গানটি দিয়ে শ্রীলঙ্কার বাইরেও জনপ্রিয়তা পেয়েছেন। বলিউডে অজয় দেবগনের আগামী ছবিতে গাইতে চলেছেন ইয়োহানি।
বিডি প্রতিদিন/এমআই