২২ মে, ২০২২ ১১:২০

তাজিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী

অনলাইন ডেস্ক

তাজিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী

তাজিন আহমেদ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০১৮ সালের ২২ মে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল তাজিনের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি। 

টিভি পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের জন্ম নোয়াখালী জেলায়। দীর্ঘসময় তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছেন। মা দিলারা জলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অভিনয়যাত্রা শুরু হয়েছিল। নাটকটি ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়েছিল। এরপর তিনি অসংখ্য নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন।

তাজিন আহমেদ উপস্থাপনা করেছেন, মঞ্চেও কাজ করেছেন। তিনি লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন। তার লেখা নাটক টেলিভিশনে প্রচারিত হয়েছে। পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর